পাগল মারার দায়
ক্রমিক-নংঃ ৩২১
--- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
কেমন আছিসরে তুই পাগলী
মনে কি পড়ে আমায়?
যদি কখনো আমায় পড়ে মনে
জল জমে কী তোর চোখের কোণে?
পাগলীরে তুই কেমনে থাকিস
আমায় ভুলে কতোটা সুখে?
কারে নিয়ে সময় কাটাস
এই পাগলটারে একেলা রেখে?
তোকে আর পাগলী বলা হয়না।
তাই তো পাগলের মনে ভিষণ শোক
তুই তো নিশ্চয় পেয়ে গেছিস,
তোকে পাগলী বলার নতুন লোক!
কথায় কথায় পাগল বলে
ডাকতি'রে তুই আমায়,
সেই পাগলটা আজ একেলা পুড়ে
নিয়তির নির্মম প্রতরণায়।
হাঁটুর ভাঁজে মাথা গুঁজে
তোরে খুঁজে নিরবতায়,
তুই তো পাগলী গেছিস ভুলে
পরিস্থিতির দিয়ে দোহাই।
পেয়ে হারানোর এক অসহনীয় যন্ত্রনায়
পাগলটা যদি আজ অকালে মরে যায়,
তুই কি পাগলী বাঁচতে পারবি
ভুলে এই পাগল মারার দায়?
রচনাকালঃ ০৬ মার্চ ২০১৯ইং
বাগবাড়ী , লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]