অপূর্ণতা
         ✍️শাহাদাত সোহেল নীল.
     -ক্রমিক-নংঃ ৪৩৭

শুনেছো 'অরচিতা'
পাখিরা ডাকতে শুরু করেছে?
হ্যাঁ, ভোরের পাখি.....!
হঠাৎ বিছানায় হাতড়ে দেখলাম তুমি নেই!
যতটা শূণ্যতা বিছানা জুড়ে লেপে আছে
তার থেকে শতগুণ বেশি শূণ্যতা
আমার বুক পাঁজরে আছড়ে পড়ছে!
আমি কল্পনাও করতে পারিনা
একটা মুহূর্ত তুমি ছাড়া....!
যবে থেকে তুমি জীবনে এসেছো
তোমার হৃদস্পন্দন ছাড়া
আর কিছুই কানে আসেনি।
অথচ, আজ পাখির ডাক বলে দিচ্ছে
তুমি পাশে নেই! তাই আমি অপূর্ণ... !

রচনাকালঃ ০৫ই সেপ্টেম্বর ২০২০ইং