অপ্রত্যাশিত মিলন মেলা
ক্রমিক-নংঃ ৩৩০
-শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
স্বপ্নেও ভাবিনি আমি...
এভাবে কোনদিন আবার
আমাদের মিলন মেলা বসবে,
নামহীন কোন এক গভীর রাতে।
দুঃখ গুলো দূর আকাশে উড়িয়ে দিলাম
গাড় থেকে নামিয়ে নিলাম, একটা দায়
একটা ভাঙ্গা হৃদয়ের পেয়ে হারানোর
নিদারুণ করুণ আর্তনাদ।
মুছে ফেলতে চেয়েও পারিনি যারে
তারে বিনে স্বপ্ন কি বসিবে আজ নয়নে?
ভালো থেকো তুমি অদেখা মেয়ে
আজ এই জ্যোৎস্না রাতে, ভুলে গিয়ে পিছুটান।
রেখো না কোন দায়-দ্বাবি
করো না আবার অহেতুক কোন আহ্বান,
যেমন আছি থাকতে দাও তেমন
তুমিও ভাল থেকো, এতো দিন ছিলে যেমন।।
রচনাকালঃ ২৫শে এপ্রিল ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]