অনেক ভালবাসি
ক্রমিক-নংঃ ৩০২
_____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
অস্মিতা বলেছিলে তুমি;
কোন এক বসন্তে বসন্তী শাড়ি পড়ে
হাটবে আমার পাশে অনেকটা গাঁ ঘেষে।
হোক না ইচ্ছের ভুলে,
ছুঁয়ে দিবে আমায় নত আঙ্গুলে।
অথবা চলতে চলতে হঠাৎ থমকে
প্রশ্ন রাখবে! কৈ বললে না তো তুমি,
বসন্তী সাঁজে আমায় কেমন লাগছে?
আমি অবাক হয়ে তাকাব তোমার দিকে
আর তুমি লজ্জায় ফাগুনের রঙ্গ ধারণ করে
বলবে; এভাবে তাকিয়েও নাহ্।
আমার বুঝি লজ্জা করে নাহ্
অতপরঃ ঠোঁটের কোণে মৃদু হাসি
আর চোখের ইশারায় বলব তোমায়
সত্যি অনেক ভালবাসি........।।
রচনাকালঃ ১৯ অক্টোবর ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।