মন খারাপের গল্প
✍ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ক্রমিক-নংঃ ৩৪৮
ও হিন্দুস্থানের মেয়ে....!!
তুমি তো শুধু আমার কবিতা গুলোই পড়লে?
কখনো কি আমাকে পড়ার চেষ্টা করেছো
হয়েছো কি ব্যর্থ কখনো?
অথবা বুঝতে চেয়েও বুঝতে পারোনি আমায়,
কিনবা আমি মানুষটা আসলে কেমন।
সেটা তোমার দোষ নয়,
বরং আমি তোমাকে বুঝাতে পারিনি।
সুতরাং আমি দুঃখিত, আমি লজ্জিত।
আমি ভেবে ছিলাম,
তুমি অন্তত আমার মনের
ব্যাকুল ভাষাটা বুঝতে পারবে।
আমাকে বিশ্বাস করবে,
আমাকে ভালোবাসবে, আমাকে কাছে টানবে।
কিন্তু না সেটা হয়নি কখনো।
বিপরীতে শুধু
আরেকটা মন খারাপের গল্প তৈরী হয়েছে।
রচিত হয়েছে ব্যর্থতার আরেকটা অধ্যায়।
বাকিটা জীবন শুধু
দেশ আর ধর্মের দোহায় দিয়ে গেলে
জানি, ভালোবেসেছো তুমি আমাকে,
তবে কখনো মুখ ফুটে স্বীকার করোনি।
রচনাকালঃ ২৪শে জুলাই ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি, মতামত অবশ্যই জানাবেন]