কবি কলম ছেড়ে দিলে
ক্রমিক-নংঃ ৩২২.
- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
কবি কলম ছেড়ে দিলে
সাধারণ মানুষের দুঃখের কথা
কখনোই প্রকাশ পাবে না।
কবি কলম ছেড়ে দিলে
ফুল গুলো শুকিয়ে যাবে
রাগে-ক্ষোপে চরম অভিমানে।
কবি কলম ছেড়ে দিলে
একটি শান্ত বিকালের গল্প
অপ্রকাশিত থেকে যাবে আজীবন।
কবি কলম ছেড়ে দিলে
প্রেমিক ফুলের বদলে
হাতে অস্ত্র তুলে নিবে!
কবি কলম ছেড়ে দিলে
ক্ষমতাবান, স্বার্থপর, মুখোষধারী শকুনেরা
চরম উল্লাসে মেতে উঠবে!
কবি কলম ছেড়ে দিলে
সাদা পৃষ্ঠাগুলি প্রতিবাদী সত্যের জন্য
নিরবে আর্তনাদ–অনশন করবে।
কবি কলম ছেড়ে দিলে
উচ্চ কন্ঠে করবে না কেউ প্রতিবাদ
মাথা পেতে নিবে চরম মিথ্যা, অপবাদ।
কবি কলম ছেড়ে দিলে
জমবে না আর একুশের বই মেলা
একবুক হতাশায়, অপেক্ষমাণ কবিতা প্রেমিরা।
কবি কলম ছেড়ে দিলে
শতাব্দীর পর শতাব্দী গেলেও
একটাও প্রেমিক আর জন্মাবেনা!
কবি কলম ছেড়ে দিলে
ভালোবাসার অভাবে
সব ফুল ঝরে যাবে।
কবি কলম ছেড়ে দিলে
মানুষ কাঁদতে ভুলে যাবে
আর সমাজে নেমে আসবে অন্ধকার।
কবি কলম ছেড়ে দিলে
তার প্রাণ ভোমরাও উড়াল দিবে
পড়ে রবে শুধুই নিষ্প্রাণ নিথর দেহ।।
রচনাকালঃ ১৭ই মার্চ ২০১৯ইং
বাগবাড়ী , লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]