ক্ষুধার্ত চোখ
✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ক্রমিক-নংঃ ৩৬২
হঠাৎ বেখেয়ালে বৃষ্টি নামে যান্ত্রিক শহর জুড়ে
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে গা ভাসায় লাল-নীল পরীর দল।
জানালার ওপাশে পর্দার আড়ালে কামুক পুরুষ
বয়স হিতাহিত জ্ঞান ভুলে, তাতেই সুখ খুঁজে!
প্রকৃতির নিয়মে গড়া নারীর দেহ
তবে কেন উৎসুক পুরুষ তুমি, তাতেই যতো।
মনের ভিতরের লুকায়িত ইচ্ছে গুলো
কবর দাও, ধ্বংস করো নষ্টালেজির কেমিস্ট্রি।
কতটা নিচ পুরুষ তুমি, সভ্যতার এ যুগে
তোমার বোন-মেয়ের বয়সী মেয়েকে
কি করে দেখো কুদৃষ্টিতে?
এতোটা নষ্ট হলে কি পর্ণগ্রাফির আদৌলতে
নাকি টেলিভিশন,সিরিয়াল,শর্ট-ফিল্মের আসক্তে?
কে নিবে দায় ভার, যখন নষ্টামিটা মগজ জুড়ে সবার...!!
রচনাকালঃ ১০শে সেপ্টেম্বর ২০১৯ইং
শাহাজান পুর,ঢাকা।
বিঃদ্রঃযেকোন ভুল-ত্রুটি নজরে পড়লে অবশ্যই জানাবেন।