যদি পথ বেকে যায়
     ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
       ক্রমিক-নংঃ ৩৪৫

শেষ পর্যন্ত যদি আমাদের এক সাথে থাকা না হয়
যদি আলাদা কোন ছাদের নিচে জুটে আশ্রয়,
যদি মাথা গুজি অন্য কোন পাষানের বুকে
যদি হঠাৎ দু'টি পথ আলাদা হয়ে যায়, নিয়তির ভুলে।

যদি আঙ্গুল ছুঁয়ে দিলে ইচ্ছের ভুলে
তবে কি আবারও চলতে স্বাদ জাগবে
নত আঙ্গুল ধরে, পুরানো বদঅভ্যাসে?
কতটা দূরত্ব সৃষ্টি করে নিলে অতীত ভুলে
আপাদা মস্তক ভালো থাকার অভিনয় করা যায়
ঠোঁটে ঠোঁট কামড়ে...জানি নাহ্..!

তবুও যদি পথ বেকে যায় অজানা কোন কারণে
পারবে কি ভুলে যেতে কিংবা ক্ষমা করে দিতে?
নাকি মান-অভিমানে আর কখনো দেখতে চাইবে না এমুখ
অথবা মেঘেরঘটা করে ললোনা জলে ভিজাবে চিবুক!

রচনাকালঃ ১০ই জুলাই ২০১৯ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।