ঘৃণা করি
       ক্রমিক-নংঃ ৩৩৯
    ✍ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

ঘৃণা করি এই দেশের
সমাজ ও আইনি ব্যবস্থাকে।
কেননা, এখানে প্রকাশে মানুষ হত্যা হয়
পশুর ন্যায়ে, নরপশুদের হাতে।

ঘৃণা করি এদেশ ও দেশের স্বার্থপর মানুষকে
যারা মানুষের বিপদে না এগিয়ে
দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখে
অথবা ছবি-ভিডিও তোলায় মগ্ন থাকে।

ঘৃণা করি আমাদের বিকৃত চিন্তা ধারাকে
সামান্য একটু মান-অভিমান হলে
রক্তের জোয়ারভাটা পড়ে রাজ পথে।

ঘৃণা করি ঐসব শিক্ষিত নোংরা মানুষদের
যারা সামান্য কিছু টাকার বিনিময়ে
মানুষ্যত্ব ন্যায় নীতি বিক্রি করছে অবলিলায়।

ঘৃণা করি.........

রচনাকালঃ ২৬শে জুন ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।