ফেব্রুয়ারি ২
ক্রমিক-নংঃ ৩১৫.
- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ফেব্রুয়ারি তুমি কার...!
বায়ান্নের ভাষা আন্দোলনে
তাজা-রক্তে রঞ্জিত
লাখো বীর আমজনতার?
নাকি রঙ্গের দিবসে হলি খেলে যাও
সুযোগ বুঝে বার-বার?
ফেব্রুয়ারি তুমি কার...!
এক মুষ্টি ফুল সঙ্গে মৃদু হাসি
আর হাটু গেড়ে বললে বুঝি
হয়ে যায় ভালোবাসা-বাসি?
ফেব্রুয়ারি তুমি কার...!
নতুন বইয়ের মোড়কে পাগল করা টান
বছর ঘুরে একবার আসে "বইয়ের আহবাণ",
নাকি আমের মুকুলের মুখরিত ঘ্রাণ?
ফেব্রুয়ারি তুমি কার...!
সত্যপ্রবাহ কুয়াশার বিদায়ী বার্তা
সু-মিষ্ট খেজুরের রস পিঠা-পুলির উৎসব?
নাকি ফাল্গুন শেষে কৃষকের মুখে
ফসল ফলানোর প্রাণচঞ্চল হাসি?
ফেব্রুয়ারি তুমি কার...!
রচনাকালঃ ০৬ই ফেব্রয়ারি ২০১৯ইং
বাগবাড়ী , লক্ষ্মীপুর।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক,কমেন্ট ও শেয়ার করবেন।]