বলবো না
✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ক্রমিক-নংঃ ৩৪১
আমি বলবো না,
আমি তোমাকে পুরো চব্বিশঘণ্টায় ভালবাসবো।
কেননা, আমারও তো কর্ম-ব্যস্ততা থাকতে পারে
নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য
আমারও তো একটু সময়ের প্রয়োজন।
আমি বলবো না,
আমি তোমায় আমার চেয়েও বেশি ভালবাসি।
কেননা, মানুষ কখনো নিজের চেয়ে বেশি অন্য কাউকে
ভালবাসতে পারে কিনা আমার আদৌ জানা নেই।
আমি বলবো না,
এই পৃথিবীর সবকিছুর চেয়ে
তোমাকে বেশি ভালোবাসি।
কেননা, এই সুন্দর পৃথিবীর সবকিছুর চেয়ে
তোমাকে বেশি ভালোবাসা আমার পক্ষে সম্ভব না।
আমি বলবো না,
আমি তোমার সব আবদার পূরণ করবো।
কেননা, আমার কাছে আবদার করার মতো
পৃথিবীতে আরো অনেক মানুষই আছে।
যদি তোমার সব আবদার গুলো পূরণ করতে যাই
তাহলে হয়তো তাদের আবদার গুলো পূরণ করার জন্য
আমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না।
আমি বলবো না,
আমি তোমাকে সব সময়ের জন্য
আমার ঘরে রাজরানীর মতো করে রাখবো।
কেননা, তোমাকে রাজরানীর মতো রাখার জন্য
আমার কাছে পর্যাপ্ত পরিমান অর্থ-সম্পদ নেই।
আমি বলবো না,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।
কেননা, আমি আমার পরিবারের মানুষের সুন্দর একখানা হাসি
আর তাদের ভালোবাসা পাবার জন্য বেঁচে থাকতে চাই।
রচনাকালঃ ০৬জুলাই ২০১৯ইং
লক্ষ্মীপুর।