বদলে যাওয়া সময়
     ক্রমিক-নংঃ ৩১৭.
   -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

মেঘে মেঘে বেলা অনেক তো হলো
অভিনয়ে ছলাকলায় গোধুলি ফুরালো।
এতো এতো নতুনের ভিড়ে তোমায় খুঁজি
কি করে এতো খানি বদলে গেলে
আমি বোকা মানুষ, এতো না বুঝি।

শুনেছি এক শুভাকাঙ্খী থেকে
তোমার বদলে যাওয়া সময়ের
কতিপয় গল্প আর মিথ্যাচার।
সব কিছু ভুলে নিজেকে
আবারও সাঁজিয়েছো নতুন করে,
তবুও কেন ঐ হৃদয় জুড়ে হা-হা-কার?

শুনেছি আরও তোমার হৃদমাঝারে
নতুন কোন এক অতিথীর আগমন।
তুমি এখন সংক্ষিপ্ত পোষাকে
নিজেকে বেশ প্রাণবন্ত করে তুলেছো,
চোখের লাজ লুকিয়ে রঙ্গীন চশমায়।

আর তোমার বিপরীতে আমি
আজও সেই আমি'টাই রয়ে গেছি।
বরাবরের মতোই নির্বাক...!!
    

রচনাকালঃ ০৯ই মার্চ ২০১৯ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।

[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক,কমেন্ট ও শেয়ার করবেন।]