বদলে গেছি আমি
           ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
                 ক্রমিক-নংঃ ৩৪৩

রোজ নিয়ম করে ঘুরছে
তোমার দেওয়া সেই হাত-ঘড়ির কাঁটা,
ঠিক যেনো সময়ের সাথে তাল মিলিয়ে
বার-বার জানান দিচ্ছে সময়ের মূল্যটা।

সেই তুমি তো বদলে গেলে
অসময়ের হাসি-কান্নার হিসেব না কষে।
বদলে নিয়ে নিজেকে মানিয়ে নিলে
রুচিশীল পোশাক আর আহারে।

মেয়ে তুমি এখনো স্বার্থান্বেষী
স্বার্থপরতার এযুগে, সত্যি তুমি বেশ মানান সই।
শূণ্য পকেট, রিক্ত ভালবাসায়
তুমি বড্ড বেমানান, তাতে নেই তো কোন সুখ।

ভালোবাসা নামক নিঃপ্রাণ বস্তুতে
পেট নয়, ভরে শুধুই মন।
অস্তিত্ব বাঁচাতে এই শহরের বুকে
সবার আগে খাদ্যটাই প্রয়োজন।

ভালোবাসা সে আবার কখনো
সত্য মিথ্যা হয় নাকি,
ভালোবাসা শব্দটায় যখন মিথ্যা
তখন সবই তো দস্তুর মেকি।

পুরানো দিনের খাঁটি জানিস
আজ বড্ড দামি,
ভালোবাসার বিনিময়ে কিনলাম আমি
শুধুই প্রতরণা বন্ডামি।

অতঃপর...
সুতরাং বদলে গেছি আমি.....!!

রচনাকালঃ ০৮ই জুলাই ২০১৯ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।