বিষাক্ত শহর
     ক্রমিক-নংঃ ৩১৯
         -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

বাঁচতে হলে মানুষে মানুষে রাখতে হবে বিশ্বাস
সেই বিশ্বাস বাঁচিয়ে রাখতে, নিতে হবে সতেজ নিঃশ্বাস।
তেরো বছর এই শহরের জীবন, তবুও কারাগার মনে হয়
প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও মনে জাগে সংশয়।

শহরের বাতাসে মিশে নেই, গাঁয়ের সেই মাটির সুগন্ধ।
বিষাক্ত এই শহরের বুকে বাতাস জুড়ে ধূলিকণা
অপরিচ্ছন্ন ডাস্টবিনের পঁচা-গলা গন্ধ
পথ চলতে চলতে পথিকের হৃদয়ে দেয় হানা।।

শেষবার পাখিদের কুহু-কুহু কলরব কবে শুনেছি, স্মরণে নেই
ঘুম ভাঙ্গে শুধু একগুচ্ছো কাকের কর্কশ কা-কা ধ্বনিতে।
ইট-বাটার কালো ধোঁয়ায় প্রতিনিয়ত আমাদের
মৃত্যুর মিছিলে এগিয়ে যেতে হয়, জীবনকে তুচ্ছো করে।

একের পর এক যানবাহন হতে নির্গত হচ্ছে কালো ধোঁয়া
তবুও প্রশাষণ হতে আমজনতা জুড়ে, কেবল নিরবতা।
বিকট শব্দ করে ট্রাফিক আইন না মেনে চলছে গাড়ি
কে দেখবে কে করবে, এতো এতো সমস্যার ফৌজদারি?

রচনাকালঃ ১৪ই মার্চ ২০১৯ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।

[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]