বাঁচতে চাই বাঁচতে দাও
ক্রমিক-নংঃ ৩২৩.
- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
লাশের কাতারে একদিন আমিও ঘুমিয়ে থাকবো
পারলে তোমরা সেদিন আমায় ডেকে তুলো
জানি পারবে না, পারবে না যখন।
তাহলে আজ বেঁচে থাকতে
কেনো আমাকে বার-বার অনলে পুড়তে দাও
দাউ-দাউ করে জ্বলতে থাকা ঐ নরকের অগ্নিশিখায়?
আমার কি আজ একটু শান্তি'তে ভালো থাকার
মৌলিক অধিকারটুকুও নেই, সে না থাকুক।
অন্তত বেঁচে থাকার অধিকার তো আছে
সে তুমি যত আইন-পার্লামেন্ট এ দেখাও না কেনো!
আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও।
অনেক কাঁদিয়েছো আমার মা-বোন পরিবারকে
আর কাঁদিও না, বেশি কিছু তো চাইনি।
শুধু একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে
সুন্দর এই পৃথিবীতে আরও কয়েকটা দিন
আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও।।
রচনাকালঃ ২৯ই মার্চ ২০১৯ইং
কাকরাইল, ঢাকা।
[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]