তোমার হাসিতে যেন মুক্ত ঝড়ে
ঝড়ে পড়ে গোলাপের পাপড়ি,
তোমার ঠোঁটের আলতো ছোঁয়ায়
ফুলেরাও যেন লজ্জা পায়।