হ্যাঁ, আমি পাগল, আমি উন্মাদ
কারণ তোমার হাসি, তোমার সৌন্দর্য
আমার হৃদয়কে প্রতিনিয়ত
ক্ষতবিক্ষত করছে।
তুমি বলো- আমি কি করবো?
প্রিয়তমা, কেন আমাকে বঞ্চিত করছো?
আমার অতৃপ্ত আত্মা যে ক্ষুধার্ত
প্রাণচঞ্চল হয়ে আছে,
তোমার একটু স্পর্শের আশায়।