অসাধারণ বালিকা তুমি
বিলের পদ্মফুল,
আমাকে ভালবাসতে যেন
না হয় তোমার ভুল।