পাপীরা কেন এত বেশামাল?
মোঃ সোহেল মাহমুদ

পাপীরা তোরা এদেশ ছাড়!
নইতো তোরা জাহান্নামে যা-
আজ পাপীদের মিছিল দেখা যায় চারদিকে
হিংস্র বাঘের মতই থাবা মারে কখনও কখনও;
হৃদয়ের সমস্ত ঘৃণা তাদের জন্য।
নিকৃষ্ট প্রাণীরা হয়ত তাদের দেখে হাসবে
সৃষ্টির সেরা হয়ে মানুষ কি করছে?
শরীরের রক্তগুলো যেন জমাট বেঁধে যায়
কাপতে থাকে শরীর, পাপীদের এহেন দুর্দশায়
তারা পৃথিবীতে কেন এসেছে?
নিজের শরীরকে নিজেই করি আঘাত
রক্তান্ত করে ফেলি শরীর
প্রাণের স্পন্দন থামিয়ে  দেয় নিজের
তবুও এসব পাপীদের দর্শন করতে চাই না।
যারা দেশটাকে করেছে নিজেদের জন্য মদ
যা খেয়ে তারা মাতলামি করে রাস্তায় রাস্তায়।
পাপীদের পথ দেখাও প্রভু,
অবশ্যই তোমার পথেই রয়েছে সকল কল্যাণ।