কে গো তুমি মায়াবিনী,
গোধূলি লগ্নে ধূসর বর্ণে
লাগছে তোমায় ভালো।
দিগন্তের দিকে চেয়ে,
কার প্রতিক্ষায় বসে আছো
আর স্বপ্নের জাল বুনো।
সে কি আমি, আমারই প্রতিক্ষায়?