মানুষের চোখে আমরা কেবলই টোকাই!
টোকাতে টোকাতে ভুলে গেছি সুখের সংজ্ঞা।
কঙ্কালসার দেহ নিয়ে ক্ষুধার্ত চোখে
কেবলই বুক চাপড়া আর্তনাদ।
কখনও পড়ে থাকি ফুটপাতে
আবার কখনও স্টেশনের প্লাটফর্মে।
নিষ্পোষিত আর অবেহেলিত জীবনে
এতটুকু সুখ আর স্বপ্নে নিয়ে কাটে
প্রতিটা দিন।
জানি না কোন অপরাধে,
বিধাতার কাছেও আমরা উপেক্ষিত!