তোমারই প্রেমের পরশে
আমার বাড়ে আবেগ আর যাতনা
তোমারই হাসিতে হাসিতে ফুল ঝড়ে,
আর রাতে জোছনার আলো বাড়ে।
আয় সখি আয় আমার কাছে
মিটাব জ্বালা তোমারই প্রেমের পরশে।