ঝড়ে পড়ে শুকনো পাতা
ভরে উঠে সবুজ অরণ্যে।
ফুলের ঘ্রাণ, আর কোকিলের কন্ঠ
মনের অনুভূতিকে দেয় নাড়া।
চারিদিকে কেবল সবুজ আর সবুজ
কৃষ্ণচূড়া আর শিমুলের রক্তিম বর্ণে
ফুলে ফুলে ভরে উঠে ধরণী
মনে জাগে শিহরণ, সতেজতা।
কখনও কালো মেঘের বৃষ্টির ঝাপটায়
প্রকৃতি হয়ে উঠে আরো প্রাণবন্ত
এ যেন প্রশান্তির হাওয়া।