কবিতার ভাষা যে বুঝে
সে প্রেমহীন হয় না।
সে হয় প্রেমিক,
নইতো প্রেমিকা।