বিষ্ময়ে পাখি থাকে দেহ পিঞ্জরে
অতৃপ্তির স্বাদ নিয়ে বন্দী আত্মা।
মুক্ত বিহঙ্গে উড়তে চায় সে
পাখির মতো।
অন্ধকারের জগৎ থেকে সে বের
হতে চায় আলো জগতে।
কোটি আলোকবর্ষ দূরে যেতে চায়
বন্দী আত্মা।
সাত আসমান-জমিন, বেহেশত-দোযখ
এমনকি আরশে যেতে চায়
অতৃপ্তি আত্মা প্রভুর দর্শনে।
স্বাধীনতার সুখ সে জানে
তাইতো মুক্ত বিহঙ্গে উড়তে চায় সে।