মাটি বা পানি থেকে আমরা আসেনি,
আমরা আসিনি বাতাস থেকেও;
সৃষ্টির আদিতে অনন্ত শূণ্যতার উপর
সমাসীন ছিল আল্লাহর মানুষ!
আমরা এসেছি অগ্নি থেকে
হাকিকতে প্রত্যেক সৃষ্টিই এসেছে;
তাঁর নূর থেকে!