মায়ার রজনী কাটি এলো সে দিন
এলো সেই ক্ষণ
বিশ্ব হাসে আজ মহামিলনের সুখে
দেখিল বিশ্ব সাম্যের নজীর।

মিশেছে সকল সত্যের মিলনে
আনন্দ এসেছে আজ বান ডাকি
আমি হাসি ওরে দুনিয়া হাসে
একি সুখ স্রষ্টা দিল আনি।

ধনী গরীবের ভেদাভেদ ভুলে
মিশেছে সকল আজ সুখের লাগি
বিশ্ব আজ পুলকের তরে
মুছে দেবে সব বিরহের সংগীত।