শ্রমিকের পরিশ্রমে ঝড়ে রক্ত, ঝড়ে ঘাম
দেশটা পাল্টাতে করে শুধু কাম।
তারাই হল এদেশের সূর্যসন্তান।
দেশের মাটিতে ফসল আনি
যারা নিজে খায় দু ’ মুঠো
আর আমরা খাই মুঠো মুঠো।
শ্রমিকের বদলা দিয়ে দাও হে মানব।
পাষাণ এ মন তোমার কাঁপিবে কখন।
আছে কার হিম্মত ধরিবে হাল
চালা লাঙল, হাতে নে কোদাল।
গরিবের ধন খায়, কোন সে পাপী?