কি দেখলাম সেই বিষ্ময় হাসি!
যেন স্রষ্টার অপরূপ সৃষ্টি।
তুমি আমার জীবনের সর্বাঙ্গ জুড়ে
হৃদয়ে কাঁপন ধরিয়ে তুমি কেন থাক দূরে।
ভুলিতে পারিনা তোমার মিষ্টি হাসি
তুমি সত্যিই স্রষ্টার অপরূপ সৃষ্টি।
তোমাকে দেখলেই আমার মন যেন কেমন করে
হৃদয়ের আকুতি এমনি,
নিজকে পারি না বুঝাতে কোন মতে।
কল্পনার সাগরে করি অবগাহন প্রতিনিয়ত
আর বেদনার পাপরিগুলো ঝরে অবিরত।
কবে পাব তোমার দেখা বাস্তবে
নাকি থাকবে তুমি কল্পনার অতল পরশে।
কত অপেক্ষা আর কত দিন কাটবে এমন করে
জানি না মিলন হবে কবে তোমার সাথে।