সবকিছুই একটি আশাহত ধূসর বর্ণের রংচটা,
জীবনের বাকে বাকে চরম বিষন্নতা, দীর্ঘশ্বাস।
নিয়ম আর শৃঙ্খলিত জীবনে
অবরুদ্ধ দেহ-মন,
চাওয়া এবং প্রাপ্তির মধ্যে নিদারুণ শূণ্যতার আবরণ।