বিপ্লবী কবি নজরুল
মো.সোহেল মাহমুদ

তুমি বিপ্লবী, হে কবি নজরুল
তাইতো তুমি সৈনিক,
তোমার সাহসিকতায় তোমাকে করেছে মহান
তাইতো হয়েছে নাম তোমার বিদ্রোহী।
চির চেনা হয়েছ তুমি,
জায়গা তোমার শত বাঙালীর
হৃদয়ের বিপ্লবী চেতনায়।
তুমি বার্ধক্য করেছ যৌবন
দুর্বলকে করেছো সবল,
মনে হয়নি তোমায়,
তোমার যৌবন হারিয়েছ।
দেখিয়েছ তুমি তোমার
অসম সাহসিকতা
অগ্নিপথ কিংবা শত বাধায় এগিয়েছ তুমি
দুর্বার দুর্জয়ে।
তুমি শিখালে মন যদি বিপ্লবী থাকে
শত বাধা হারাবার যোগ্যতা রাখে।
বৃদ্ধকে রাখনা বার্ধক্য, রাখ যৌবন।