একি বর্বরতা
মোঃ সোহেল মাহমুদ
আমরা কি সভ্যতার নামে অসভ্য মানুষের পৃথিবীতে বাস করছি?
মানুষের মূল্যবোধ কি একেবারেই ধ্বংস হয়ে গেল?
কাউকে গালি, কাউকে থাপ্পর আবার কাউকে আমরা মিশে মারছি!
মানুষের মুখোশধারী হিংস্র জানোয়ারের আতœপ্রকাশ ঘটে মাঝে মাঝে
তাদের থাবায় ক্ষত বিক্ষত হয় আমাদের মত সাধারণ মানুষ।
ছেলেটির কি অপরাধ ছিল, এভাবে তাকে মরতে হল।
মরার আগে তার কেবল একটি মিনতি ছিল,
আমাকে একটু পানি খেতে দাও। হতভাগা কিশোরটিকে
শরীরের টক্সিন ঘাম খেয়েই মরতে হল!
কি জঘন্য! কি অমানবিকতা! কি বর্বরতা!
আমরা কি মানুষ নাকি হিংস্র জানোয়ার
নাকি তার চেয়েও নিকৃষ্ট কোন প্রাণি।
এসব পাপীদের কোন বিশেষণে সংজ্ঞায়িত
করার ভাষা আমি হারিয়ে ফেলেছি।
ছেলেটির কথা ভাবলে মনে জাগে চাপা কষ্ট
আর হৃদয়ে ঝড়ে কেবলই রক্তক্ষরণ।
ছেলেটি প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেল
আমরা নিজেরা কতটা অপরাধী।