আমার ছেলেবেলা, আমার শৈশব
মনে পড়ে আর স্মৃতি হাতড়ে খুঁজে ফিরি
আর কি আসিবে ফিরে
সেই দিনগুলি।

আনন্দের দিনগুলি চলে যায় এভাবেই
হৃদয়ের আকুতি বার বার,
শুধু বেদনার ফুলঝুরি।

মনে পড়ে আমার ছেলেবেলা
আমার শৈশব।
আমি যেতাম বিলের পাশে
প্রশান্ত স্নিগ্ধ হাওয়ায়
আর দেখতাম সাদা,
লাল শাপলার মিলন মেলা
শিশুরা নৌাকা নিয়ে করছে খেলা।

মনে পড়ে আমার ছেলেবেলা
আমার শৈশব
আমি দেখেছি জেলেরা ব্যস্ত মাছ ধরতে
এখনও তাই দেখি,
আর চেয়ে থাকি অপলক।

মাঠের পর মাঠ, সবুজের সমারোহ
আর দোলে অবিরত।
কি অপরূপ আমার গ্রাম
আমার বাংলাদেশ।

মনে পড়ে আমার ছেলেবেলা,
আমার শৈশব
কখনও বিলের পানিতে নেমে
তুলেছি শাপলা, শালুক
আবার কখনও ধরেছি মাছ
কখনও বা বেয়েছি বড়শি।

এখনও প্রায় এমনটা
করতে ইচ্ছে করে
কখনও পারি,
আবার কখনও হেরে যায়
সময়ের কাছে, বয়সের কাছে
জীবনটা কি এমনি?

আবার কি আসিবে ফিরি
সেই দিনগুলি
মনে পড়ে আমার ছেলেবেলা
আমার শৈশব।
আবার কি আসিবে
সেই দিনগুলি?