আসসালামু আলাইকুম, (সকলের উপর শান্তি বর্ষিত হোক)
জীবনের কোন এক মুহূর্ত থেকে কবিতা লেখা শুরু। তারপরে শুধু কবিতার ভাবনা। বাংলা সাহিত্য নিয়ে পড়া তো আরো অনেক পরে কিন্তু আমার কবিতা লেখা শুরু স্কুল জীবন থেকেই। আমার কবিতাগুলো যারা পড়েছেন তারা বুঝতে পারবেন আমার লেখার টাইপ সম্পর্কে। জীবনবোধ, দেশপ্রেম, ধর্মীয় চেতনা ইত্যাদি বিষয়গুলো আমার চির চেনা। আশা করি যারা পরেননি তারা পরবেন। আমার চাইতে অনেকেই ভালো লেখেন। কিন্তু গোলাপের ঘ্রাণ আর রজনীগন্ধার ঘ্রাণ যেমন এক নয়। ঠিক তেমনি একেক লেখকের একেক লেখা। একেক ফুলের একেক ঘ্রাণ। বাংলা কবিতা ওয়েবসাইটটি একটি দারুন সূচনা। আমাদের মত তরুণ লেখকরা এতে লেখার সুযোগ পায়। আমি দুই বছরের ওপরে এই ওয়েবসাইটটিতে লেখালেখি করি। কিন্তু ধারাবাহিকভাবে লেখতে পারি না। বিভিন্ন কাজ থাকার কারণে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। তাছাড়া মানসম্মত লেখার ভাবনা তো রয়েছেই। আশা করি সামনের দিনগুলোতে কবি ও পাঠকদের আরো কিছু ভালো কবিতা উপহার দিতে পারবো। সবিশেষ ধন্যবাদ, বাংলা কবিতা ওয়েবসাইটের সকল কলাকৌশলীদের| আমন্ত্রণ রইলো আমার পাতায়|
লেখক, মোঃ সোহেল মাহমুদ, সম্পাদক, সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।