রমাদান
মো.সোহেল মাহমুদ

রমাদান, রমাদান হে রমজান
তুমি হলে সুমহান
এক আচমকা হাওয়াই
বিলিয়ে দাও তুমি সত্যের জয়গান।
হৃদয়ে পরশ লাগিয়ে দিয়ে
সত্যের গান গেয়ে গেয়ে
শুদ্ধি সংযম বিশ্লেষনে
ধরনী ধরে এক নতুন শোভা।
জীবনের ভুল ভ্রান্তির ছলনে
যত আছে পাপ তাপ
এক দীর্ঘ নিশ্বাসে, সেই তুমি শিশুকোলে।
দাও তুমি নতুন দিশারী, সেই আলোর পথ
যে আলোয় করে আমার হৃদয় সুশীতল।
নবী ও রাসুলের আর্দশে
চৈতন্য আসে ফিরে
আমি বার বার বলি হে রমজান
যেওনা তুমি আমাকে ছেড়ে।
নির্বাহী সম্পাদক , সাহিত্য ম্যাগাজিন, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।