মুক্তি
মো. সোহেল মাহমুদ

চলে যাব, চলে যাব আমি অনেক দূর
যেখানে মুক্তি মেলে পাব সুখ।
যেখানে থাকবেনা কোন বাধা
থাকবে মুক্ত বিহঙ্গে উড়ে বেড়াবর সুখ।
ঘুড়ব আমি প্রান্ত থেকে প্রান্ত
দিগন্তে যে দিকে চোখ যায়
সেদিকেই আমার ছুটে চলা
পথ যেন শেষ না হয়।
ঘুড়ব আমি বিশ্বজোড়া
দেখব সব অবাক চোখ
এটাই সুখ , মুক্ত বিহঙ্গে উড়ে বেড়াবার সুখ।