অসত্যের দাপট
মো: সোহেল মাহমুদ
আমি জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপন্ডিত
বিধাতার দেওয়া জ্ঞানে বড়াই করি
রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র হওয়ার চেষ্টা করি
তাদের মানি তবে স্রষ্টাকে মানি না।
আমি দুনিয়ার এত কলহ এত নৈরাজ্যে
স্রষ্টার উপাদানে প্রাসাদ গড়ি
এতটুকু সুখেই আমি খোদাকে ভুলি!
স্রষ্টার সেরা মানুষ হয়ে
যে মানুষে মূতি গড়ি, সেই মানুষেই পূজা করি
এরূপ অজ্ঞতেও জ্ঞানের বড়াই করি!
আমি এত জ্ঞানী, মহাপন্ডিত
ধ্যান, ধারণায় আমার চুল পেকেছে
টাক পড়েছে
স্রষ্টার দেওয়া জগতের
সব নিলাম কোলে তোলে
তবুও আমি খোদাকে ভুলি!
যে মৃত্যু আমার যখন তখন
যেভাবে সেভাবে
তবুও আমি কিভাবে খোদাকে ভুলি!
যে মানুষে আমার বেঁচে থাকার
এতটুকু আশা নেই, ক্ষমতা নেই
তবে কেন আমি স্রষ্টাকে ভুলি!
আমি স্বাধীনতার কথা বলে
মানবতার শ্রেষ্ঠ নজীর
নবীকে ভুলি!
অনন্তকালে কে আমার সঙ্গী
কে আমার বিধাতা?
আমি কি ভেবেছি!
অনন্তের জীবনে মহাপ্রলয়ের পর
চুড়ান্ত ঠিকানায় স্রষ্টাকে আমি
বলব কি? না বুঝেই তোমাকে ভুলেছি?
নির্বাহী সম্পাদক, ক্যাম্পাস সাহিত্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।