ভালবাসার সময়
মো. সোহেল মাহমুদ
তুমি কাউকে ভালবাস?
জীবনে কোন একটি সময়
হয়ত প্রেম তোমার এসেছিল,
তুমি সাদরে গ্রহণ করলে।
কত কথোপকথন, আনন্দ আর হাসি ঠাট্টায়
ভালবাসার কিছুদিন কাটল এভাবেই।
তবে সময়টা, তোমার ছিল লেখাপড়ার,
সবে মাত্র ভার্সিটির ছাত্র হলে
এই সময়টাকেই তুমি বেছে নিলে?
ফলটা হল তাই, যেমনটি আমি ভেবেছি
ভালবাসার কল্পনার স্বর্গে, তুমি ভেসে যেতে লাগলে।
হঠাৎ মেয়েটার বিয়ে ঠিক হল
অচিরেই বিয়ে সম্পন্ন হবে ।
মেয়েটি দুঃখবোধ করল কিন্তু
কিছুই করার ছিলনা।
প্রেমের ক্লন্তি তোমাকে ভর করল,
অবষাদে তুমি দীর্ঘশ্বাস ফেললে
প্রেমের বিচিত্র দিনগুলো তুমি ভাব নীরবে।
আর হতাশা বাড়াও এভাবেই।
আর ভাব কি হবে এ জীবন
ব্যর্থতাই সব কিছুই ব্যর্থ হোক।
গেল লেখাপড়া, প্রচ্ছন্নতাই ছায়া পড়েছে জীবন।
এক অশান্ত জীবনের অধিকারী হলে তুমি
বল নষ্ট আমি, কেন জীবনটা এমন হল।
একটি প্রেমের অসমাপ্ত কাহিনীর ইতি হল
তাই বলে কি আপনি প্রেম করবেন না
বেছে নেবেন সঠিক সময়
যেখানে থাকবে আপনার সফল কর্ম এবং সুনিদিষ্ট নীতি।