একা
মো.সোহেল মাহমুদ
আমি তো বসেই আছি একা, শূন্য তাই
জলহীন বালুচড়ে।
কেহ নাই দীর্ঘ নিশ্বাসে
বলি একা রহিনু পড়ে, তপ্ত বালুচড়ে।
দেখা যায় দূর দূরে, ঝিকিমিকি বালুচড়ে
যেন রতন ভিজায়েছে চারিদিক।
ছুটিয়া ছুটিয়া যায়, খুজিয়া ফিড়িয়া বেড়ায়
হঠাৎ করে নিভিয়া যায়।
রতন নয়, রতন নয় দেখিছি ভুলে
সূর্যের আলোয় বালু ক্ষণিক হেসে।
কল্পনায় সুখ দেখে বসে আছি বালুচড়ে
কবে পাব রতন সেই সুখে।