জীবন এবং সময়
মো.সোহেল মাহমুদ
সময় থেমে থাকে না
চলমান নদীর স্রোত
সময় ঘড়ীর কাটার টিং- টিং শব্দের
মতই চলমান।
বিশাল মহাকাশের সবকিছু একটি সময়ে যার সৃষ্টি
যা এখনো চলমান ।
গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি, চাঁদ, সূর্য
এই সবকিছুই নিজ নিজ অক্ষে চক্রয়মান।
প্রতিটি গাছেই নিয়ম মাফিক ফল হয়, ফুল হয়
নেই কোন পরিবর্তন ।
এ যেন বিশ্ব স্রষ্টার আদেশেই চলা, থেমে থাকা।