স্বাধীনতা
মো.সোহেল মাহমুদ

স্বাধীনতা, তুমি বর্তমানের উল্টো বিলাসিতা
নওতো তুমি দেশকে গড়ার
শপথে অনীহা।
যুগ যুগ ধরিয়া যুদ্ধ করিয়া
তরুনভেজা রক্তে  ফেলিয়া
মৃত্তিকার ঘাস লালে লাল হল লাল
পতাকার রূপ ধরিয়া।
স্বাধীনতা, তুমি বর্তমানের উল্টো বিলাসিতা
নওতো তুমি দেশকে গড়ার
শপথে অনীহা।
পতাকার মান, রাখিতে সম্মান
তুমি হলে না যে সক্ষম
স্বাধীনতার নামে দিচ্ছ তুমি একি প্রতিদান।
স্বাধীনতা, তুমি বর্তমানের উল্টো বিলাসিতা
নওতো তুমি দেশকে গড়ার
শপথে অনীহা।
তুমি কি সেই আলোর প্রদীপ
যা জ্বলেছিলে ক্ষণিক
হঠাৎ করিয়া নিভিয়া গিয়া
আধার করিল এই সুধা।
স্বাধীনতা, তুমি বর্তমানের উল্টো বিলাসিতা
নওতো তুমি দেশকে গড়ার
শপথে অনীহা।
স্বাধীনতা হল এমন স্বাধীনতা
যা মুধিব নয়ন জোড়া
পৃথিবী শুধুই এখন
স্বাধীনতা বিলাসিতা।
স্বাধীনতা, তুমি বর্তমানের উল্টো বিলাসিতা
নওতো তুমি দেশকে গড়ার
শপথে অনীহা।