প্রত্যাশা
মো. সোহেল মাহমুদ
প্রত্যাশাই যদি থাকে স্বপ্ন কেন না দেখা
উজ্জীবিত জীবনের প্রতিশ্র“তি হোক সফলতা,
ভয়ের ভূতটুকু কেবলই আমার অজ্ঞতা।
সার্থকতা যদি মানি, তারন্যেই আমার সাহসিকতা।
লোকে বলে কি বলে কি আমায়
স্বপ্ন, বিশ্বাস, চেষ্টাকে সত্য বলে মানি।
তারা আছে পিছে আমার
কি করছি দেখবে বলে,
পরিশেষে সত্যটুকু জেনে রাখা ।