ইসলামের গৌরব
মো. সোহেল মাহমুদ
উজ্জ্বল আলোকে যেতে চায়
ইসলামের শোর্য বীর্যের দল
ভয় নাহি পায় দুরন্ত দুর্বারে
এগিয়ে যায়, এগিয়ে যায়।
ধর্ম সেই কর্ম, আছে শত ন্যাক
আছে সুখময় উদ্যান, আছে কল্যাণ
দেখতে নাহি পায়, কানে নাহি শুনি, নাহি কল্পনায়।
ধর্মের বিশ্বাস কেন নয়
আমি কি বাঁচব আজীবন,
যে স্রষ্টার সৃষ্টিতে আমরা আছি
যে জীবন আমার নহে
তবে কেন ঈমান দুর্বল করি।
সত্য জীবন, সত্য মরণ
সত্য ইসলাম।