মহান কুরআন
মো.সোহেল মাহমুদ
পবিত্র মহান কুরআন
আল্লাহর শত অমূল্যবাণী
তারই মেহেরবাণী।
যার তরে নাযিলকৃত পাকে মুহম্মাদ
তিনিই অগ্রগামী।
যিনি সত্যের পথে
মানুষকে করেছেন আহ্বান
হয়েছেন আল্লাহর বন্ধু
তিনিই শেষ নবী।
কুরআন তাই হয়েছে মহান
বিশ্ব মানুষের পথের দিশারী
যারা ভুল পথের যাত্রী।
কুরআনের মর্যাদা প্রতিষ্ঠিত
তিনিই বলেছেন স্রষ্টা, যতদিন চান।