সত্যের জন্য বেঁচে আছি
মো: সোহেল মাহমুদ
শুকনো খটখটে উনুন ভেঙে আছে
ঘরখানি কবেই ভেঙে চিহ্নটুকু আছে
ঘরের মেঝেতে সাপ আর ইদুরের বাসা
একটি সুন্দর সংসার আর জীবন
এখন শুধুই স্মৃতি।
মানুষ নেই চলে গেছে চূড়ান্ত ঠিকানায়
কিন্তু কেউ এসব ভাবে না
আবার অনেককেই ভাবায়।
এই পৃথিবী আর এই জীবন
শুধু শেষ হবার জন্য অপেক্ষা।
বাস্তবকে আর অস্বীকার করা যায় না
এটাই স্রষ্টার বিধান।
আমরা যারা বেঁচে আছি
উপলদ্ধিটুকু আমাদের কারো কারো আসে
এটাই কি জীবন?
বাস্তবকে মেনে নেওয়াই ভাল
এই উপলদ্ধি অনেককেই
সৎ হতে শিখাবে
কিন্তু বেঁচে থাকার জন্য
কোনো ফল হবে না।
এই ভাবনা আমাদের জীবনের
চূড়ান্ত ঠিকানার সন্ধান দেয়
যা জীবনের জন্য চরম বাস্তবতা।
যারা ধরনীতে কিছুদিন বেঁচে থাকতে চায়
এটা তাদের ভুল নয়
তবে বাস্তবকে অস্বীকার করা কেন?
অনেকের জীবনেই এই
শুকনো খটখটে উনুনের গল্প বাস্তব
তবে এই স্মৃতিটুকু শুধু
কষ্ট দেবে তাই ভেবে ফল কি?
না ভাবাই ভাল বাস্তব আর সত্যের জন্য
স্রষ্টার সার্নিধ্য আর ভবিষ্যতের জন্য বেঁচে আছি।