আজ মোর শূন্য হৃদয়
হৃদয়খানি ধূ- ধূ বালুচর।
ঘরখানিতে নিভে গেল আলো
মাগো- কেবল তোমার কারণে।
হৃদয়ের মাঝে জ্বালতে আলো
কবে তুমি আসবে বল?
আমাকে তুমি আদর করে
ভাঙাবে অভিমান।