অনেক কাকুতি মিনতি করেও
আমার ভালবাসা কে আমি জয় করতে পারিনি।
জানি না এটা আমার নিয়তি কিনা?
কবিতার ছলে আমি তোমাকে অনেক সত্যই
বলার চেষ্টা করেছি।
কিন্তু নিয়ম- কানুনের দোহাই দিয়ে তুমি আমাকে
বঞ্চিতই রাখলে!
পৃথিবীতে সত্যিকারের ভালবাসা অর্থহীন।
ভালবাসার আগুনে দগ্ধ হয়ে এখনও আমি
পোড়া ক্ষত নিয়ে কাতরাচ্ছি;
আজও আমি বঞ্চিতই থেকে গেলাম।