নিশিথ আধারে পৃথিবী নীরব,
কিছু প্রেমিক মানুষ চাই প্রেম
স্রষ্টা দিয়াছেন রহমতের
সকল দুয়ার খুলি।
স্রষ্টা বলেন,
কে নিবি আয়, প্রেমের শরবত।
প্রভাতের ক্ষনিক আলোয়
কিচির মিচির ডাকছে পাখি
কই কথা, বলে শুনবি গান
আল্লাহর নামে তসবিহ জপে
গাই কার গুনগান?
রাতের আধারে ঘুম ভাঙে
ভুলে না তাদের প্রভুকে,
আমরা কেন ঘুমিয়ে থাকি!
হায় অভাগা, এটাই কি ছিল
তোর পুরা কপালে?
এত নেয়ামত, এত কিছু,
প্রভু দিলেন আমাদের,
তবুও কেন আমরা আছি
ছলনার বেড়াজালে?