তোমাকে নিয়ে আমি আজীবন
লিখব ভালবাসার কবিতা
সাজিয়ে রাখব বাসর,
আর জানিয়ে দিব বিশ্বকে,
তুমি আমার কতটা আপনজন।