পাগল তো আগেই ছিলাম!
আপনার প্রতি আমার লোভ, আকাঙ্খা, দুর্বলতা
যখন আপনাকে দেখেছি তখন থেকেই;
আপনার হাসি এবং সৌন্দর্য আমাকে কখনো স্থির থাকতে দেয়নি!
হয়তো আপনাকে পাবার সুযোগ আর কখনও হবে না,
কিন্তু আমার মনের মধ্যে সর্বক্ষণ যে ব্যাকুলতা চলছে,
তা আমি আপনাকে কি করে বুঝাবো।
আসলে প্রেমের কোন নির্দিষ্ট সীমারেখা নেই,
সুতরাং নিয়ম কানুন প্রেমিকদের জন্য নয়।
আমি আপনাকে ভালবাসি, ভালোবাসবো অনন্তর।